বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
Led04রূপগঞ্জ

রূপগঞ্জের আন্ডা রফিকের ভাই মিজান গ্রেফতার

লাইভ নারায়ণগঞ্জ: রংধনু গ্রুপের পরিচালক ও রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকের ভাই মিজানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, রংধনু গ্রুপের পরিচালক মিজানকে ভাটার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মিজানুর রহমান মিজান রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সম্প্রতি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রংধনু গ্রুপের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে তদন্ত শুরু করেছে। এর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে গ্রুপটির বিভিন্ন কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে।

RSS
Follow by Email