বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
Led03বন্দর

রাস্তা পারাপারের সময় ট্রাক চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোটরসাইকেল চালক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে মৃত্যু হয় তাঁর।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জের মদনপুর লেডিস পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনায় আহত হয় সে ব্যক্তি।

নিহত ব্যক্তির নাম আব্দুল মুন্না। সে চট্টগ্রাম জেলার বাসিন্দা ও ট্রাকচালক ছিলেন।

মুন্নাকে নিয়ে আসা সহকারি আকাশ বলেন, ট্রাক থামিয়ে মদনপুর লেডিস পেট্রোল পাম্পের সামনে রাস্তা পারাপার সময় হঠাৎ একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজরে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

RSS
Follow by Email