রবিবার, নভেম্বর ৩, ২০২৪
Led05ফতুল্লা

রাতের আঁধারে শ্রমিক লীগ নেতা পলাশের বাড়িতে ডাকাতি

ফতুল্লা করেস্পন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ পলাশের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে আলীগঞ্জে শ্রমিকলীগ নেতা পলাশের পরিবারের স্বজনদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় তারা।

কাউছার আহমেদ পলাশের পরিবারের সদস্যরা জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে ফতুল্লার আলীগঞ্জ মসজিদ গোলিতে কাউছার আহম্মেদ পলাশের বাড়িতে মুখোশ পড়ে ছয় সদস্যের ডাকাত দল প্রবেশ করে। ডাকাত দলের সদস্যরা ভবনটির দ্বিতীয় তলার উত্তর দিকের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে, কাউছার আহমেদ পলাশের প্রথম স্ত্রী, মা, বোন সহ পরিবারের অপর সদস্যদের মারধরসহ হাত – মুখ বেধে একটি রুমে আটকে রাখে। ডাকাত দলের সদস্যরা প্রায় দুই ঘন্টা সেখানে অবস্থান করে। এসময় তারা প্রতিটি রুমে তল্লাশি করে আলমারি, ওয়ারড্রব ভেঙে ১৫ শত ডলার, ১২০ ভরি ওজনের স্বর্নালংকারসহ নগদ পাচঁ লাখ টাকা নিয়ে যায়।

এব্যাপারে ফতু্ল্লা থানার পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, কাউছার আহমেদ পলাশের স্বজনরা জানিয়েছেন, দিবাগত রাত তিনটার দিকে ছয় জন ঘরে প্রবেশ করে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। তারা বাড়িতে তল্লাশি চালিয়ে অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। যাওয়ার পথে সেখানে থাকা নাইট গার্ডদের ভয় দেখাতে এক রাউন্ড গুলি ছড়েছে। এ ঘটনার তদন্ত করছি। এ নিয়ে এখনও থানায় কোন অভিযোগ আসে নি।

উল্লেখ্য, ৫ আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে পলাতক রয়েছেন শ্রমিকলীগ নেতা কাউছার আহমেদ পলাশ। বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে নারায়ণগঞ্জের একাধিক মামলার আসামি তিনি।

RSS
Follow by Email