রাতের আঁধারে মাদকের গন্তব্যে র্যাবের হানা, আটক ১
লাইভ নারায়ণগঞ্জ: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব’র মাদকবিরোধী অভিযানে ১৯৩ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ একজন ব্যক্তিকে আটক করেছে। সোমবার (২১ এপ্রিল) ভোরে কুমিল্লা দাউদকান্দি এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মো. আবদুল হালিম (২৮)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ফুলকাচিয়া (পাটুয়ারি বাড়ি) এলাকার বাসিন্দা। পিতার নাম মো. আবুল কাশেম।
র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাবের দাবি, আটককৃত ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে কুমিল্লায় মাদকদ্রব্য আনায়ন করে নিজ হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে দাউদকান্দি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।