বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
রাজনীতি

রশু’র মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

লাইভ নারায়ণগঞ্জ: নারায়নগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক রশিদুর রহমান রশু‘র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (১ ডিসেম্বর) এক শোকবর্তায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রশিদুর রহমান রশুর মৃত্যুতে শোক জানানোর ভাষা নেই। তার এই আকস্মিক মৃত্যু খুবই বেদনার। জাতীয়তাবাদী কৃষকদল নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক রশিদুর রহমান রশু একজন সাহসী ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদ দর্শণে গভীরভাবে বিশ্বাসী রশিদুর রহমান রশু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করছেন। তার মৃত্যুতে নারায়নগঞ্জ মহানগর কৃষকদলের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।

এর আগে, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন রশিদুর রহমান রশু।

RSS
Follow by Email