বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
জেলাজুড়েসোশ্যাল মিডিয়া

রঙ বাংলাদেশের পোশাকে চলছে রবীন্দ্রনাথ ঠাকুরের আবহ

লাইভ নারায়ণগঞ্জ: বাঙ্গালীর শিল্পে-সাহিত্যে-ঐতিহ্যে যারা অবদান রেখেছিলেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম। বাঙ্গালীর মাঝে বাঙ্গালীয়ানার নূতনত্বের সঞ্চার করেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, কবিতা, উপন্যাসের পোশাক, সাজসজ্জা বর্তমান সময়ে বাঙ্গালীর মনে দাগ কেটে তা সংস্কৃতির অবিচ্ছেদ অংশ হয়ে আছে। আমাদের মননে, পোশাকে সব সময়েই বাঙ্গালীয়ানায় রবীন্দ্রনাথ মিশে আছে আমাদের সব কিছুতেই। দেশীয় ফ্যাশন ব্র্যান্ড হওয়ায় রঙ বাংলাদেশ এর পোশাকে- অনুষাঙ্গে সর্বদাই রবীন্দ্রনাথ এর আবহ দেখা যায়।

রবিবার (৫ মে) বিকেলে লাইভ নারায়ণগঞ্জকে এক বার্তার মাধ্যমে এ তথ্য জানায় রঙ বাংলাদেশ।

বার্তায় আরও জানানো হয়, রবীন্দ্রজন্মজয়ন্তী উপলক্ষ্যে রঙ বাংলাদেশ এর আয়োজনে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা ও ছবি সম্বলিত মগ, টি-শার্ট। এছাড়াও রয়েছে শাড়ি, ব্লাউজ, পাঞ্জাবী, পায়জামা, ধুতি, এবং উত্তরিও। ঢাকা ও ঢাকার বাহিরের সকল আউটলেটেই পাওয়া যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী আয়োজন এর পোশাক। রবীন্দ্রজন্মজয়ন্তী আয়োজনকে ঘিরে যেকোন অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একই রকম পোশাক পরতে পাইকারী দামেও পাওয়া যাবে রঙ বাংলাদেশ এর পোশাক । কর্পোরেট প্রোগ্রাম বা যেকোন সাংস্কৃতিক অনুষ্ঠান সব ধরনের আয়োজনেই রঙ বাংলাদেশ এর পোশাক ক্রেতাকে করবে আকর্ষণীয় । ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh. যেকোন প্রয়োজনে ফোন / হোয়াটসঅ্যাপে রয়েছে সাহায্যকারী 01777744344 এবং 01799998877 নম্বরে।

RSS
Follow by Email