মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
Led01জেলাজুড়েরাজনীতিসিদ্ধিরগঞ্জ

রক্ত দিয়ে প্রমাণ করবো আমরা শহীদ জিয়ার সৈনিক: টিপু

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র মাহে রমজানের পর আন্দোলনের ডাক দিবেন। আমরা অতীতে যেভাবে রাজপথে ছিলাম, ইনশাল্লাহ আমরা আগামিতেও রাজপথে থাকতে চাই। বুকের তাজা রক্ত দিয়ে হলেও প্রমাণ করতে চাই, আমরা শহীদ জিয়ার সৈনিক।

শুক্রবার (২৯ মার্চ) সিদ্ধিরগঞ্জের হীরাঝিল মাঠে জেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এড. টিপু বলেন, সকল নেতাকর্মীদের বলতে চাই, এক হয়ে আমাদের আন্দোলন করতে হবে। আমরা যে শহীদ জিয়ার সৈনিক তা আমাদের প্রমাণ করতেই হবে। পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করুন। তিনি যাতে সুস্থ্য হয়ে উঠতে পারেন এবং দীর্ঘজীবী হতে পারেন। এটাই আমদের কামনা।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান, আলোচক বিএনপির ঢাকা বিভাগ সহ- সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।

RSS
Follow by Email