বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led02রাজনীতিসদর

রকির উদ্যোগে উঠান বৈঠক, সেলিম ওসমানের পক্ষে চন্দন-সাজনু-সানির ভোটের আহ্বান

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী সেলিম ওসমানের সমর্থনে নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করেছেন, এনসিসি ১৫ নং ওয়ার্ডের তরুন সমাজ সেবক মোঃ মাকসুদ হোসেন রকি।

শহরের র‍্যালী বাগান এলাকায় শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে স্থানীয় পঞ্চায়েত কমিটির তত্বাবধায়নে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল।

এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আমানুল্লাহ আমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি।

আরও উপস্থিত ছিলেন- উত্তর রেলিবাগান পঞ্চায়েত কমিটির সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ হোসেন, দক্ষিন রেলিবাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সোনার বাংলা ক্ষুদ্র জুট ব্যবসায়ী সমিতির সভাপতি জাহিদ হোসেনসহ উভয় কমিটির সকলেই উপস্থিত ছিলেন।

উক্ত বৈঠকে আগত সকলে সেলিম ওসমানের পক্ষে আগামী ৭ই জানুয়ারী লাঙল প্রতিকে ভোট দিতে ভোটারদের প্রতি অনুরোধ করেন। এছাড়া ভোটারদের ভোট দেওয়ায় উদ্বুদ্ধ করতে এলাকায় সেলিম ওসমানের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন মাকসুদ হোসেন রকি।

RSS
Follow by Email