মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫
Led01Led04সোনারগাঁ

যুবককে রগ কেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে যুবক শাহজাহান (৩১)কে রগ কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার নগরীর খানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৬ ডিসেম্বর) সহকারী পরিচালক স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান’র সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম ইমরান (৩৫)। সে সোনারগাঁও উপজেলার মঙ্গলেরগাঁও ছোট কুরবানপুর এলাকার মো. আল ইসলাম মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত ইমরান শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি।

মামলার সূত্রে জানা যায় যে, সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে শাহজাহান (৩১) নামীয় এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত ও রগ কেটে হত্যা করা হয়। ভিকটিম শাহজাহান (৩১) এর সাথে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছিল। উক্ত বিরোধের কারনে আসামীরা বিভিন্ন সময় শাহাজানকে খুন-জখমের হুমকি দিয়া আসছিল। এরই ধারাবাহিকতায় প্রধান আসামী ইমরানসহ আরো অন্যান্য আসামীগণ রামদা, চাকু, ছুরি, চাপাতি, লাঠি সোঠা ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে, ২৮ নভেম্বর বিকালে সোনারগাঁও কুরবানপুর মাতলাপাড়া কবর স্থান সংলগ্ন বালুর মাঠে শাহজাহানকে একা পেয়ে, এলোপাথারীভাবে ছুরিকাঘাত ও বাম হাতের কব্জির রগ কেটে গুরুতর রক্তাক্ত জখম করে।

আরও উল্লেখ করা হয়, গুরুতর আহত অবস্থায় শাহজাহান মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের লোকজন এগিয়ে এসে শাহজাহানকে উদ্ধার করে তাকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। অতঃপর উন্নত চিকিৎসার জন্য ১ ডিসেম্বর ঢাকার শ্যামলীস্থ প্রাইম জেনারেল হাসপাতালে নিয়া ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ ডিসেম্বর শাহাজান মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার পিতা মো. আল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email