শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
গণমাধ্যম

যুগের চিন্তার সাংবাদিক সুলতান আর নেই

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের প্রকাশিত দৈনিক যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও জেলা রিপোটার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক সুলতান আহাম্মেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২ অক্টোবর) বেলা ১২ টায় ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩২ বছর। মা, এক বোন, এক ভাই, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন রেখে গেছেন পরকাল গমন করেছেন এ সাংবাদিক।

এরপর বাদ মাগরিব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের গলাচিপা আউয়াল চেয়ারম্যান বাড়ী সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদে জানাযা শেষে মাসদাইর পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

সাংবাদিক সুলতানের অকাল মৃত্যুতে রাজনীতিক, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

RSS
Follow by Email