শনিবার, নভেম্বর ২, ২০২৪
ফতুল্লা

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামি ফতুল্লায় গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি শফিকুল ইসলাম বেপারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম বেপারী রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার উত্তর দৌলতদিয়া গ্রামের মৃত হানিফ বেপারী। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত পলাতক আসামি শফিকুল ইসলাম বেপারীর বিরুদ্ধে দায়ের করা একটি শিশু ধর্ষণ মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও বিশহাজার টাকা জরিমান অনাদায়ে আরো এক বছর কারাদন্ড প্রদান করেন।

রায়ের পর সে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ফতুল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

RSS
Follow by Email