সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
Led05অর্থনীতি

মোহাম্মদ হাতেমের নেতৃত্বে বার্লিনে বিকেএমইএ’র প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: জার্মানির বার্লিনে অবস্থিত বাংলাদেশ এম্বেসীতে আয়োজিত ‘এ্যাপারেল ডিপ্লোমেসী এন্ড ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়েছেন বিকেএমইএ’র ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

বার্লিনে জার্মানীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মোশারফ হোসেনের দিক নির্দেশনায় বাংলাদেশ এম্বেসীতে কর্মরত মিনিষ্টার কমার্শিয়াল মোঃ সাইফুল ইসলামের সার্বিক তত্বাবধানে উক্ত কর্মসূচিটির আয়োজন করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব তপন কান্তি ঘোষ ও বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও রয়েছেন- সংগঠনটির সহ-সভাপতি ফজলে শামীম এহসান, সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ ও পরিচালক ইঞ্জি. সামসুজ্জামান।

RSS
Follow by Email