শনিবার, অক্টোবর ৫, ২০২৪
Led05বন্দর

মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে প্রাণ গেলো যুবকের

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর মদনগঞ্জস্থ ৩য় শীতলক্ষ্যা সেতুতে মোটর সাইকেল দুর্ঘটনায় জিহাদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) রাতে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জিহাদ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বুরুন্দী এলাকার নাসির মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে জিহাদ মোটরসাইকেল নিয়ে শীতলক্ষ্যা সেতুতে যায়। সেখানে অপর এক যুবকের সঙ্গে মোটরাসাইকেল নিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায় জিহাদ। রাত ১১টার দিকে পরিবারের লোকজন খবর পেয়ে নিহত জিহাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। রাত ২টায় দিকে জানাযা শেষে বুরুন্দী এলাকার কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়।

এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ কিংবা মামলা দায়ের করা হয়নি।

বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক লাইভ নারায়ণগঞ্জকে জানান, এ বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান জানান, শীতলক্ষ্যা সেতুর উপরে মোটর সাইকেল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। কিন্তু ঘটনাস্থলে নিহতের লাশ কিংবা স্বজন কাউকেই পাওয়া যায়নি।

RSS
Follow by Email