বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
Led05জেলাজুড়েরাজনীতিসদর

ম্যুরাল ভাঙার থাকলে দিনে ভাঙবো, রাতে কেন: শামীম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, যদি এটা (ম্যুরাল) ভাঙার থাকতো, তবে আমরা দিনেই তো ভাঙতে পারতাম। রাতে ভাঙবো কেন। টাউন হল নিয়ে জেলা প্রশাসন থেকে চিঠি দেওয়া হয়েছে ২ এপ্রিল। আর ৪ এপ্রিল সিদ্ধান্ত নেওয়া হয়েছে টাউন হল ভেঙে ফেলার। তাহলে ৩ তারিখে গিয়ে সেখান ভাঙার তো কোন প্রয়োজন দেখছি না। ওরা আসলে প্রশাসনের সেই চিঠি পেয়েছিল। এ কাজ যাতে শুরু না হয়, তাই ফন্দি এটেছে।

শুক্রবার (৫ এপ্রিল) প্রেস ক্লাব ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় প্রেস ক্লাবের সদস্যরাসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শামীম ওসমান আরও বলেন, আওয়ামী লীগের অনেক নেতা আছে। তারা যোগ্যতার দিক দিয়ে অনেক বড়। আমি রাস্তায় কর্মী ছিলাম, সেখান থেকে এসেছি। তাই আমাকে টার্গেট করা হয়। কিন্তু ওরা যখন আমাকে নিয়ে অপবাদ দেয়, আমি এটাই বুঝি যে আমি রাইট (সঠিক)। ওরা ইতিহাসের বিকৃতি করার চেষ্টা করছে। ওরা অশান্তি করার চেষ্টা করছে। তাদের বলবো, নারায়ণগঞ্জকে শান্ত থাকতে দেন। নারায়ণগঞ্জবাসীর ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে।

RSS
Follow by Email