মুরাদনগরে ট্রিপল মার্ডার: র্যাব-১১’র হাতে আটক ছয়
লাইভ নারায়ণগঞ্জ: কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়িতে মা, ছেলে ও মেয়েকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১।
শনিবার (৫ জুলাই) দুপুরে র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কুমিল্লার মুরাদনগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারেরে ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শনিবার (৫ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, কড়ইবাড়ি গ্রামে মাদক ব্যবসার অভিযোগে গত ৩ জুলাই সকাল ৯টার দিকে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়।
এ তিনজন হলেন- কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)। এছাড়া পরিবারের আরেক সদস্য রুমা আক্তার (২৮) গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন।