বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
রাজনীতি

মির্জা ফখরুল ও আমীর খসরুর বিরুদ্ধে মামলা, মহানগর বিএনপির নিন্দা

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীরকে আটকের প্রতিবাদে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। রবিবার (২৯ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা আওয়ামী লীগ সরকারের নৈরাজ্যেরও তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। আটককৃত সব রাজনৈতিক প্রতিহিংসার শিকার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিও করেছেন। তারা জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের মাধ্যমে গণতন্ত্রকামী সংগ্রামী জনতার আন্দোলনকে নস্যাৎ করতে অপকৌশল করছে গণ দুশমন আওয়ামী লীগ সরকার। সেই সাথে বিএনপিসহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলের শীর্ষ নেতাকর্মীদের গ্রেপ্তারের পাঁয়তারা শুরু করেছে। জনগণ গণতন্ত্রের বিরুদ্ধে সকল অপকৌশল রুখে দিয়ে গণ আন্দোলনের মাধ্যমে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

RSS
Follow by Email