শনিবার, মে ১০, ২০২৫
সোশ্যাল মিডিয়া

মা দিবস উপলক্ষে রঙ বাংলাদেশের নানা আয়োজন

লাইভ নারায়ণগঞ্জ: মা দিবসের উদযাপন উপলক্ষে নতুন কালেকশন নিয়ে এসেছে রঙ বাংলাদেশ। গরম আবহাওয়াকে মাথায় রেখেই এবারের কালেকশনে মূলত সুতি কাপড় বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (৮ মে) লাইভ নারায়ণগঞ্জকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রঙ বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব বয়সী মায়েদের মাথায় রেখেই ডিজাইন এবং প্যাটার্নে রঙ বাংলাদেশের নিজস্ব ধারা বজায় রাখা হয়েছে সচেতনভাবেই। মাকে শ্রদ্ধা জানাতে এবার সুতি শাড়িতে টাইডাই করা মায়াবী কিছু কালেকশান নিয়ে এসেছে রঙ বাংলাদেশ। গরম আবহাওয়াকে মাথায় রেখেই মূলত সুতি কাপড় বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি, যাতে পরতে গিয়ে আরাম ও স্বস্তি ঘিরে থাকে আমাদের মাকে। ডিজাইন এবং প্যাটার্নে রঙ বাংলাদেশের নিজস্ব ধারা বজায় রাখা হয়েছে সচেতনভাবেই। আর এইটুকু সম্মান নিশ্চয়ই আমাদের মায়েরা প্রাপ্য। তাই না? আরও ভালো একটি ব্যাপার যে মাকে নিয়ে এই সংগ্রহ তৈরি হয়েছে সব বয়সী মায়েদের মাথায় রেখেই। সুতরাং এবারের মা দিবসে যারা যারা মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে যারা নানান রকম পরিকল্পনা করছেন, আপনাদের পরিকল্পনায় রঙ বাংলাদেশের এই বিশেষ শাড়ি যুক্ত হতে পারে উপহার সামগ্রী হিসেবে। এই কালেকশান পাওয়া যাবে রঙ বাংলাদেশের সাব ব্র্যান্ড শ্রদ্ধাঞ্জলিও।

সুতরাং ঘুরে আসুন রঙ বাংলাদেশ এর ঢাকা ও ঢাকার বাইরের আউটলেটগুলোতে। যারা নানা ব্যস্ততায় সময় বের করতে পারছেন না তাদের প্রতি দৃষ্টি রেখে ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ই—কমার্স সাইট। যেকোন প্রয়োজনে ফোন কিংবা হোয়াটসঅ্যাপে রয়েছে সাহায্যকারী ০১৭৭৭৭৪৪৩৪৪ এবং ০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বরে।

RSS
Follow by Email