রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রাজনীতি

মামুন মাহমুদের নেতৃত্বে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে আদালতের সাজার প্রতিবাদে মামুন মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোডে এ কর্মসূচী পালন করা হয়।

সমাবেশে ফতুল্লা থানার বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।

সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপি নেতা অখিল উদ্দিন ভূইয়া, নাদিম হাসান মিঠু, গাজী মনির, বাবুল প্রধান, স্বপন চৌধুরী, একরামুল কবির মামুন, মোঃ রাজা মিয়া, ওমর ফারুক নাইম, মীর মোকলেসুর রহমান প্রমুখ।

RSS
Follow by Email