শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, হেফাজতে মৃত্যু অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অধিদপ্তরের হেফাজতে থাকা এক ব্যাক্তির মৃত্যু অভিযোগ উঠেছে। রবিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, কক্সবাজার জেলার মৃত নুরুল করিমের ছেলে সৈয়দুল করিম (৫৫)।

এ বিষয়ে অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিফাত হোসেন গণমাধ্যমকে জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক জয়নুল আবেদীনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় গ্রীন লাইন পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালায়। ওই সময় সৈয়দুল করিম নামে ওই ব্যক্তিকেও তল্লাশি করা হয়। এক পর্যায়ে তিনি স্ট্রোক করলে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালেও নেওয়া হয়। পরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত ওই ব্যক্তির কাছে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি।’

RSS
Follow by Email