শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led04জেলাজুড়েধর্মবন্দর

মহাঅষ্টমী পুণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পুণ্যস্নান উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) বন্দর উপজেলা পরিষদের অডিটরিয়ামে সকাল ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তরা বলেন, আগামী ১৫ ও ১৬ এপ্রিল এ মহাতীর্থ লাঙ্গলবন্দ পূণ্য স্নান অনুষ্ঠিত হবে। পূণ্য স্নান সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এ উৎসবে নিরাপত্তার লক্ষে ৭টি ওয়াচ টাওয়ার বসানো হবে। নৌ-পথেও মেডিকেল টিম ও পুলিশের ব্যবস্থা করা হবে।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, বন্দর উপজেলা চেয়ারম্যোন এমএ রশিদসহ প্রশাসন, জনপ্রতিনিধি ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

RSS
Follow by Email