শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪
Led02জেলাজুড়েসদর

ভ্যাট-কাস্টমস ডিপার্টমেন্ট দ্বারা ব্যবসায়ীরা ও দেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে: মোহাম্মদ হাতেম

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ‘বর্তমানে সারা বিশ্বে একটি অস্থির অবস্থা। একটার পর একটা সারা বিশ্বের অর্থনীতির উপর কিন্তু আঘাত আসতেই আছে। যে কোন একটি বিপদ থেকে উঠে দাড়ানোর সুযোগ কিন্তু পাচ্ছি না।’

রোববার রাজধানীর কারওয়ানবাজার সিএ ভবনে দ্য ইন্সটিটিউট অব চাটার্ড একাউন্ট্যান্ডস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত আগামী ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ হাতেম বলেন, ‘মৌলিক অধিকার পরিপন্থি আইন মেনে নেয়া যায় না। বাংলাদেশের ট্যাক্সের সিস্টেম টাই হচ্ছে বিনিয়গ ও ব্যবসায়ের পরিপন্থি। এই সিস্টেম গুলো নিয়ে আমার মনে হয় কাজ করা দরকার, কথা বলা দরকার। সরকারকে এই জায়গা গুলো দেখায় দেওয়া দরকার। ১৫ শতাংশ ভ্যাট নেওয়ার কারণে অনেকে দিতে চায় না আর অনেকের সাথে যোগসাজোস করে সেখানে ফাকি দেওয়ার ব্যবস্থা করে। ভ্যাটটা কমায় আনলে তখন কেউ এটা ফাকি দিতে চাইবে না। আমরা তো দেশকে কিছু দিতে চাই। কিন্তু এরকম হলে আমাদের অসুবিধা হয়।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় আমাদের সুতার ট্রাক আটকায় রাখা হয়। কাচঁপুর ব্রিজের নিচে, শানারপাড়ে আর রূপগঞ্জের শরিফ মেলামাইনের ওইখানে; এই তিনটা স্থানের অত্যাচারে ব্যবসায়ীরা অতিষ্ঠ। বিভিন্ন আইন তৈরি করার পর ব্যবসায়ীদের জানান। দেখা যায় গাড়িটি আটকায় রাইখা ২/৩দিন রেখে দেয়। এদিকে, তার শিপমেন্ট ক্যান্সেল। এতে করে ভ্যাট এবং কাস্টমস ডিপার্টমেন্ট দ্বারা আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছি, দেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। এরকম চলতে থাকলে চলতি বছরেই দেশের বহু কারখানা বন্ধ হয়ে যাবে।’

আইসিএি প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

RSS
Follow by Email