শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
Led05ফতুল্লা

ভোরের আঁধারে প্রস্তুতি, ফতুল্লা থেকে আওয়ামী কর্মীসহ ৭ জন আটক

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে আওয়ামী লীগের এক কর্মীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) ভোরে তাদের আটক করা হয়। পুলিশের ধারণা, তারা রাজনৈতিক মিছিল বা সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন।

আটককৃতরা হলেন, ঠিকাদার ও যুবলীগ নেতা আবুল হোসেন (ছাত্র হত্যায় অভিযুক্ত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেলের ঘনিষ্ঠ সহযোগী), মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহালম, তপন ও রাসেল। তারা সবাই ফতুল্লার লালপুর এলাকার বাসিন্দা।

ফতুল্লা থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শিবু মার্কেট এলাকা থেকে সাতজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা কেউ রাজমিস্ত্রী, কেউবা অন্যান্য পেশার পরিচয় দিচ্ছে। রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে একজন জানিয়েছেন, তিনি আগে থেকেই আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন। আমরা তাদের মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইসের তথ্য যাচাই করছি। কারা এই ঘটনার সাথে জড়িত, তা নিশ্চিত করতে তদন্ত চলছে।

RSS
Follow by Email