সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
জেলাজুড়েরাজনীতি

ভোট বর্জনে না.গঞ্জবাসীকে গিয়াসউদ্দিনের স্যালুট

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহম্মদ গিয়াস উদ্দিন বলেন, প্রায় নব্বই শতাংশের বেশি মানুষ এবার ভোট দিতে যায়নি। আমরা সারা দেশের জনগনকে আহবান জানিয়েছিলামা তারা যেনো এবারের এই ডামি ভোটে না দেন। দেশের মানুষ অবৃতপূর্ব ঐক্য দেখিয়েছে। আমরা সাধারন জনগনকে স্যালুট জানাই।

বুধবার (১০ জানুয়ারি) গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, বার বার জোর করে রাষ্ট্র ক্ষমতায় এসে আওয়ামী লীগ তাদের নিজেদের যে সমর্থন ছিলো, সেটাও হারিয়েছে। যার ফলে সাংগঠনিক ভাবে দেশের ঐতিহ্যবাহী এই দলটি ধ্বংস হয়ে গেছে। ৭ জানুয়ারীর নির্বাচনে আপনারা যে ভোট কেন্দ্রে না গিয়ে সরকারের এবং নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়েছেন এতে পরিস্কার হয়েছে এই সরকারের এই অগণতান্ত্রিক আচরন আপনারা ঘৃনা ভরে প্রত্যাক্ষান করেছেন। তাই আপনাদের এই একতা একদিন এ দেশকে রক্ষা করবে বলেই আমি বিশ্বাস করি। আপনারা নিশ্চয়ই আরো বুঝতে পেরেছেন এই সরকার এ দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। দেশের প্রায় দেড় কোটি মানুষ বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে। তারা দেশে রিমিট্যান্স পাঠাচ্ছে। দেশের আরো দুই কোটি ছেলেমেয়ে সারা দিনরাত পরিশ্রম করে গার্মেন্ট এবং অন্যান্ন কল কারখানায় কাজ করছে। এভাবে পরিশ্রম করেও মানুষ এ দেশকে এগিয়ে নেয়ার চেষ্ঠা করছে। কিন্তু আওয়ামী লীগ লুটপাট করে দেশে সম্পদ বিদেশে পাচার করছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তিন ভাগের দুই ভাগ নাই হয়ে গেছে। সরকার সমর্থক ব্যবসায়ী সিন্ডিকেট দ্রব্যমূল্য বাড়িয়ে দেশের জনসাধারনকে একেবারে দিশেহারা করে তুলেছে। দেশের প্রায় চার কোটি মানুষ ঠিক মতো দুই বেলা খেতে পাচ্ছে না। অথচ সরকার দেশের মানুষের অধীকার কেড়ে নিয়ে অর্থ লুটপাটের রাজত্য জারি রাখান জন্য আবারও একতরফা একটি ডামি নির্বাচন করলো যা কিনা দেশে বিদেশে তীব্র সমালোচনার মুখে পরেছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসাবে আমি এই বৃদ্ধ বয়সে এসে ভুল সবাইকে আশ্বস্ত করতে চাই, যতো জুলুম নির্যাতনই চালানো হোক বিএনপি আপনাদের পাশে থাকবে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলমান থাকবে।

RSS
Follow by Email