বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫
Led05রূপগঞ্জ

ভূমিকম্পে আর নয় বিপর্যয়, না.গঞ্জে ফায়ার সার্ভিসের বিশেষ বাহিনী প্রস্তুত

লাইভ নারায়ণগঞ্জ: ভূমিকম্পসহ প্রাকৃতিক ও মানবসৃষ্ট সকল ধরনের দুর্যোগে দক্ষতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের পূর্বাচলে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বিশেষায়িত প্রশিক্ষণ কোর্স। রবিবার (২১ এপ্রিল) সকাল ১০টায় পূর্বাচল ফায়ার সার্ভিস মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে এ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ মো. ওহিদুল ইসলাম, উপপরিচালক (অপারেশনস ও মেইনটেন্যান্স) মো. কামাল উদ্দিন ভূঁইয়া, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রশিক্ষণে দেশের বিভিন্ন স্টেশন থেকে ৫০ জন অগ্নিনির্বাপণ ও উদ্ধারকর্মী অংশ নিচ্ছেন। কোর্সটি চলবে আগামী ১ মে পর্যন্ত। এতে অংশগ্রহণকারীদের ভূমিকম্পসহ অন্যান্য বড় দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলা হবে।

মহাপরিচালক বলেন, ‘আমরা আমাদের জনবল ও সরঞ্জামগুলোকে বিকেন্দ্রীকরণ করছি, যাতে বড় ধরনের দুর্যোগে সমন্বিতভাবে ক্ষতিগ্রস্ত না হয়ে বিভিন্ন অঞ্চল থেকে কার্যক্রম পরিচালনা করা যায়।’ তিনি আরও জানান, পর্যায়ক্রমে অন্যান্য সদস্যদের জন্যও এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে।

প্রশিক্ষণ চলাকালীন পূর্বাচল কেন্দ্রিক অনুসন্ধান ও উদ্ধার সরঞ্জাম সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয়।

RSS
Follow by Email