বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
Led03বন্দর

ব্যথা সইতে না পেরে রোগী বেছে নিলো আত্মহননের পথ

লাইভ নারায়ণগঞ্জ: কিডনী জনিত রোগের ব্যথা সইতে না পেরে আত্মহত্যা করেছে ৩০ বছর বয়সী বন্দরের এক যুবক।

কলাগাছিয়া ইউনিয়ন পশ্চিম হাজীপুর এলাকায় মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে এ ঘটনাটি ঘটে।

আত্মহননকারী যুবকের নাম মো. রিয়াদ। ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

এ ঘটনায় আত্মহননকারী পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

জানা গেছে, রিয়াদ দীর্ঘদিন ধরে কিডনী জনিত কারণে কোমড়ের ব্যথায় ভুগছিলেন। এছাড়াও রিয়াদের মেজর অপারেশন রয়েছে। গত সোমবার থেকে রোগযন্ত্রনায় কাতর হয়ে পড়ে। পরে ব্যথার যন্ত্রণা সইতে না পেরে মঙ্গলবার দুপুরে নিজ ঘরে ফ্যানের পাখার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসীর সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশের এসআই আবু বকর ছিদ্দিক ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশের এসআই আবু বকর ছিদ্দিক জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে রিয়াদের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করি। আত্মহত্যার কারণ তদন্তের পর জানা যাবে ।

RSS
Follow by Email