শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Led03জেলাজুড়েসদর

বৃহস্পতিবার সকালে দুদকের গণশুনানি

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে জনসাধারণের জন্য গণশুনানির আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৯টায় এ সভার আয়োজন করা হয়েছে। এতে দুর্নীতি দমন কমিশন’র কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মাঈনুল হাসান রওশনী লাইভ নারায়ণগঞ্জকে বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুদকের গণশুনানি শুরু হবে। দুদকের প্রকাশিত গাইডলাইন অনুযায়ী আমরা গণশুনানি করবো। এখন অবধি দুদকের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে। তবে এদের মধ্যে এমন অভিযোগও রয়েছে যা দুদকের আওতার বাইরে। এসকল অভিযোগগুলো আমরা সর্টিং করছি।

তিনি বলেন, আমরা এমন অনেক অভিযোগ পেয়েছি যা ব্যক্তি কেন্দ্রিক। অর্থাৎ, এসব অভিযোগ দুদকের আওতায় পড়ে না। ঘুষ, ক্ষমতার অপব্যবহার, নাগরিক সেবায় হয়রানিসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গণশুনানি হবে।

RSS
Follow by Email