মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
Led01Led05জেলাজুড়ে

বুধবার থেকে না.গঞ্জে ১৩ ঘন্টা কারফিউ শিথিল

লাইভ নারায়ণগঞ্জ: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতিতে জারি করা কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছে। বুধবার (১ আগস্ট) থেকে শনিবার (৪ আগস্ট পর্যন্ত) পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অর্থাৎ এ চারদিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন। কারফিউ শিথিলের এ সিদ্ধান্ত রাজধানী, নারায়ণগঞ্জসহ গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যকর হবে বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে সাত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এ বৈঠক শুরু হয়। বৈঠক চলে টানা সোয়া তিন ঘণ্টা, বিকেল ৬টা ৩৫ মিনিটে বৈঠক শেষ হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email