সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
Led03ফতুল্লা

বিসিকে শাহ সিমেন্টের ট্রাক উল্টে মিশুক চালক নিহত

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিকে শাহ সিমেন্টের মালবাহী ট্রাক উল্টে মিশুক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে।

নিহত মিশুক চালকের নাম সালাউদ্দিন। তার গ্রামের বাড়ি বরিশাল।

শুক্রবার (১সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনায় ঘটে। ঘটনার পর ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে গেছে।

স্থানীয়রা জানায়, মুক্তারপুর থেকে শাহ সিমেন্টের মালবাহী ট্রাকটি পঞ্চবটীর দিকে জাচ্ছিলো। এসময় হটাৎ ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে মিশুকটির উপর উল্টে যায়। ঘটনাস্থলেই মিশুক চালক মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম বলেন, সকালে বিসিকে শাহ সিমেন্টের মালবাহী ট্রাক উল্টে একজন নিহত হয়েছে। আরও ২জন আহত হয়ে বর্তমানে হাসপাতালে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহত এবং আহতদের স্বজনরা হাসপাতালে রয়েছেন, তারা আসলে মামলা হবে।

RSS
Follow by Email