শুক্রবার, মে ২৩, ২০২৫
Led02রাজনীতি

বিনা নির্বাচনে ক্ষমতা দখল করে রাখলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়: অধ্যাপক মামুন মাহমুদ

লাইভ নারায়ণগঞ্জ: জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘কোন একক ব্যক্তির গুনো কীর্তন অথবা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় বসিয়ে রাখার জন্য বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষ আন্দোলন করেনি! জীবন দেয়নি, গুম হয়নি, অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য, চাকরি হারায়নি, পরিবার পরিজন থেকে দূরে থাকেনি।’

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে এ মন্তব্য করেন জেলা বিএনপির এই নেতা।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘সাধারণ মানুষের একমাত্র চাওয়া তাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, স্থিতিশীল সরকার আসবে, সাধারণ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে, নতুন উদ্যোক্তা তৈরি হবে, দেশের অর্থনীতিতে গতিশীল অবস্থা বিরাজ করবে। শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আসবে সাধারণ মানুষের মাঝে। আইন শৃঙ্খলা বাহিনীতে প্রয়োজনীয় সংস্কার শেষে সাধারণ মানুষের মাঝে আইনের প্রতি শ্রদ্ধা ফিরিয়ে আনা হবে এবং বিচার বিভাগের প্রতিও একইভাবে বিশ্বাস ফিরে আসবে। কিন্তু বাস্তবতা হচ্ছে সম্পুর্ন বিপরীত তাই পরিস্কার করে বলতে চাই, বিশেষ কোন ব্যক্তি বা গোষ্ঠী যখন বিনা নির্বাচনে দীর্ঘ সময় ক্ষমতা দখল করে টিকে থাকতে চায় তখন বিশেষ ব্যক্তি বা গোষ্ঠী লাভবান হয় কিন্তু দিন শেষে রাষ্ট্র, গণতন্ত্র এবং গণতন্ত্রকামী জনগণ ক্ষতিগ্রস্ত হয়।’

RSS
Follow by Email