বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led01সদর

বিজয় দিবসে না.গঞ্জে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, দিনব্যাপী নানান কর্মসূচি

লাইভ নারায়ণগঞ্জ: মহান বিজয় দিবস উপলক্ষে দিনের প্রথম প্রহরে বিজয় স্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন শ্রেণিপেশার সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ।

শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের পর থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া বিজয় স্তম্ভে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা সিভিল সার্জন মুহাম্মদ মুশিউর রহমান। এরপর একে একে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

প্রশাসনের উদ্যোগে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়।

দিনটি উপলক্ষে প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিশেষ আলোচনা সভা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণসহ দিনব্যাপী নানান কর্মসূচি হাতে নিয়েছে।

RSS
Follow by Email