বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
রাজনীতি

বিএনপি কিন্তু নির্বাচন চায় না, এটা পরিস্কার: এড. খোকন সাহা

লাইভ নারায়ণগঞ্জ: ‘বিএনপি কিন্তু নির্বাচন চায় না, এটা পরিস্কার। তারা বুঝে গেছে যে নির্বাচনে গেলে তারা জয় লাভ করতে পারবে না। তারা দেশে একটি অরাজকতা সৃষ্টি করে, দেশটাকে অচল করে দেয়ার চেষ্টা করছে। ২০১৪ সালে ৪শত ৯জনকে পুঁড়িয়ে হত্যা করেছিলো বিএনপি। ওরা বাংলাদেশকে ধ্বংস করে দেয়ার পায়তারা করছে।’

জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার বন্দরের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়া-তারেক জিয়া বলেছিলো পদ্মা সেতু নির্মান করা অসম্ভব। আরে, অসম্ভকে সম্ভব করাই শেখ হাসিনার কাজ। খালেদা জিয়া যেটাকে অসম্ভব বলেছিলো শেখ হাসিনা সেটাকেই সম্ভব করে দেখিয়েছে। আজ আপনারা দেখেবেন বাংলাদেশকে নিয়ে কামড়াকামড়ি। কারণ বাংলাদেশ ভৌগলিক অবস্থানের দিক দিয়ে খুব ইমপর্টেন্ট একটি জায়গায় আছে। আর তাই সকলের নজর পড়েছে এখানে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রী হবে না। আগামী দুই বছরের মধ্যে দক্ষিন-পুর্ব এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী হবেন শেখ হাসিনা।’

এসময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা আক্তার মালা, দপ্তর সম্পাদক এড. বিদ্যুত সাহা, মহানগর তাঁতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম শাহেদ ফারুক, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খোকন প্রমুখ।

RSS
Follow by Email