শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
শিক্ষা

বাস ভাড়া কমানোর দাবিতে তোলারাম ও মহিলা কলেজে গণসংযোগ

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা টু নারায়ণগঞ্জ রুটের বাস ভাড়া ৪৫ টাকা করা সহ নানা দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। বুধবার (৩০ অক্টোবর) সকালে সরকারী তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজে এ গণসংযোগ করা হয়।

গণসংযোগে নারায়ণগঞ্জ থেকে সিএনজি চালিত সকল বাসের ভাড়া যৌক্তিক ভাবে কমানো, ছাত্রদের অর্ধেক ভাড়া কার্যকর এবং এসি বাস ভাড়া বিআরটিসি ৬০ টাকা ও বেসরকারী ৬৫ টাকা করার দাবি করেন নেতৃবৃন্দরা।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শাহিন মৃধা, মুন্নি আক্তার প্রত্যাশা, মাহমুদুল হক, মারিয়া আক্তার, আখি আক্তার, রাইসা ইসলাম, মাসুম বিল্লাহ ফারাবি, মো. আজিজুল হাকিম আরিয়ান, দিহান, সিয়াম হোসেন তপু, ফাহিম হোসেন, শান্তনু দাস, রকিবুল ইসলাম, শিপন চৌধুরী, আফিয়া আক্তার, তিশা আক্তার, মিম আক্তার, মো. জিহান প্রমুখ।

বক্তারা বলেন, ১৫ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে ১৭ নভেম্বর রবিবার নারায়ণগঞ্জ শহরে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস সর্বাত্মক হরতাল পালিত হবে। গণসংযোগে শিক্ষক ও ছাত্রবৃন্দ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন।

RSS
Follow by Email