বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
জেলাজুড়েরাজনীতিসদর

বাল্য বন্ধু শামুর পাশে এড.খোকন সাহা

লাইভ নারায়ণগঞ্জ: হানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড খোকন সাহার ছোট বেলার বন্ধু আব্দুস সামাদ শামু। বর্তমানে ব্রেণ ষ্টোকে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আছেন। তবে ছোট বেলা সেই বন্ধুত্ব ভুলে যান নি খোকন সাহা। বন্ধু শামুর অসুস্থের কথা শুনে চলে গেছে স্বাক্ষাৎ করতে।

সোমবার (৮ এপ্রিল) বিকেলে নগরীর চাষাড়া বালুর মাঠ এলাকায় হেলথ রির্সোট সেন্টারে বন্ধু শামুর সাথে স্বাক্ষাৎ করতে গেছেন খোকন সাহা। বন্ধু শামু হেলথ রির্সোট সেন্টারে ৬০২ নম্বর কেবিনে ভর্তি হয়ে নিউরোলজি ডা. কনক কান্তি সাহা’র চিকিৎসাধীন অবস্থায় আছেন ।

স্বাক্ষাৎকালে এড. খোকন সাহা তার বাল্যবন্ধু আব্দুস সামাদ শামু’র সুস্থতা কামনা করেন এবং বন্ধু মহলের সবার কাছে দোয়া কামনা করছে।

RSS
Follow by Email