বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
Led01জেলাজুড়েরাজনীতিসোনারগাঁস্বাস্থ্য

বারদী ব্রহ্মচারী আশ্রমে স্বাস্থ্য মন্ত্রী, চাইলেন দেশবাসীর জন্য প্রার্থণা

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে বারদীতে পরিবার নিয়ে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী ডা.সামন্ত লাল সেন। শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১১ টায় তিনি আশ্রমে প্রবেশ করেন তিনি। পরে ধর্মীয় রিতিতে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে দেশ বাসীর কল্যানে প্রার্থনা করেন।

লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ফুল দিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা.সামন্ত লাল সেনকে শুভেচ্ছা জানান। এছাড়া নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন ফুলের শুভেচ্ছা জানান। পরে মন্ত্রীর সাথে বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীরা শুভেচ্ছা বিনিময় করে সভা করেন। সভায় স্বাস্থ্যমন্ত্রী ডা.সামন্ত লাল সেন সকলকে স্বাস্থ্য সচেতন হয়ে দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় স্বাস্থ্যমন্ত্রী ডা.সামন্ত লাল সেন বলেন, সারা দেশে প্রান্তিক পর্যায়ে মানুষের দোড়গোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করবে সরকার এতে রাজধানি ও বিভাগীয় শহরে রোগির চাপ কমবে। বাংলাদেশ বা বিশ্ব থেকে এখনো করোনা শেষ হয়ে যায়নি। তাই যারা বয়স্ক ও নানা রোগে আক্রান্ত তাদের সচেতন থাকতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, সোনারগাঁও আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ, পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা,সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণু পদ সাহা, সাধারণ সম্পাদক সুশিল দাস, বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অশোক কুমার রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর কুমার দাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতরা।

RSS
Follow by Email