বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led02জেলাজুড়েফতুল্লারাজনীতি

বাবা মায়ের কবর জিয়ারত শেষে ভোট দিলেন সেলিম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টি মোননীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ফতুল্লার চানমারিতে চেঞ্জেস স্কুলে গিয়ে তিনি ভোট প্রদান করেন।

এর আগে, সকাল ১০ টার দিকে ফতুল্লার মাসদাইর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন সেলিম ওসমান। এসময় তিনি বাবা-মায়ের রূহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনে ৪ জন প্রার্থী রয়েছে। এরা হলেন, জাতীয় পার্টি থেকে- একেএম সেলিম ওসমান, প্রতীক- লাঙ্গল; বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট থেকে- এএসএম একরামুল হক, প্রতীক- চেয়ার; তৃণমূল বিএনপি থেকে- মো. আব্দুল হামিদ ভাসানী, প্রতীক- সোনালী আঁশ; বাংলাদেশ সুপ্রীম পার্টি থেকে- ছামসুল ইসলাম, প্রতীক- একতারা। এই আসনে কে হতে চলেছেন সংসদ সদস্য তা নির্ধারিত হবে আজ ভোট গ্রহণের পর।

RSS
Follow by Email