বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led05ক্রীড়া

বাফুফে একাডেমী কাপ চ্যাম্পিয়ণশিপ: সিরাজদৌল্লা ক্লাব ফাইনালে

লাইভ নারায়ণগঞ্জ: বাফুফে একাডেমী কাপ ফুটবল চ্যাম্পিয়ণশিপ ২০২৩-২৪ এর পঞ্চম দিনে এ গ্রুপের ১ম খেলায় অন্তিম মুহূর্তে পাওয়া ফ্রিকিক থেকে ইয়ামিনের গোলে ফাইনালে উঠেছে, সিরাজদৌল্লা ক্লাব ফুটবল একাডেমী।

সোমবার (২৫ ডিসেম্বর) ওসমানী পৌর স্টেডিয়ামে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ওই খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলার ৮৮ মিনিটে বিজয়ী দলের হয়ে ইয়ামিন গোল করলে আনন্দে ফেটে পড়ে সিরাজদৌল্লার সমর্থকেরা। দিনের অন্য খেলায় টিম জিকেএসপি সোহাগ রোহানের হ্যাটটিকে ৬-০ গোলে রেইনবো এ্যাথলেটিক ক্লাবকে পরাজিত করেছে। রবিউল হাসান ২টি এবং ইউসুফ গাজী করেন ১টি করে গোল।

RSS
Follow by Email