শনিবার, জুলাই ২৭, ২০২৪
Led05আড়াইহাজার

বাপ্পি হত্যা: আসামীদের ফাঁসির দাবিতে তদন্ত কেন্দ্রের সামনে বিক্ষোভ

আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে অটো-রিক্সা চালক সাইদুল ইসলাম বাপ্পি হত্যা মামলার প্রধান আসামী লিটনকে গ্রেপ্তারের পর আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জনতা।

গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এ বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

১৩ সেপ্টেম্বর মামলার প্রধান আসামী লিটন তার শ্বশুর বাড়ি যাওয়ার কথা বলে বাপ্পির অটোরিকশা ভাড়া নেয়। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সবাই তাকে খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ের পরের দিন ১৪ সেপ্টেম্বর বাপ্পির লাশ খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ এলাকা একটি ডোবায় পাওয়া যায়। নিহতের মা বাদী হয়ে পারভিন আক্তার বাদী হয়ে ১৭ সেপ্টেম্বর লিটনকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

অভিযোগে তিনি দাবি করেন, লিটন তার ছেলেকে মেরে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে।

নিহত বাপ্পির মায়ের অভিযোগের প্রেক্ষিতে গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ লিটনসহ জড়িত সন্দেহে হাফিজ, তৌফিক, হযরত, বিল্লাল নামে আরো চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের গ্রেপ্তারের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে গোপালদী পৌরসভা এলাকার শত শত মহিলা এবং পুরুষ সকালে গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে অবস্থান করে আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে।

পরে আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনাস্থলে গিয়ে বাপ্পি হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামিদের নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণের প্রক্রিয়া চলছে।

RSS
Follow by Email