শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led03রাজনীতি

বহিস্কৃত-পদত্যাগকারীরা দলে ফেরার স্বপ্ন দেখছে, কিন্তু তাদের বিএনপিতে ঠাঁই নাই: টিপু

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, বিএনপিতে একটাই পরিবার সেটা হলো জিয়া পরিবার। আর কোন পরিবার বিএনপিতে নাই। কারো দাদা বাবা চাচাদের নাম বিক্রি করে বিএনপি করার সুযোগ নাই।

শনিবার (২৬ অক্টোবর) হোসিয়ারি সমিতির মিলনায়তন প্রাঙ্গণে এই কথা বলেন তিনি। নারায়ণগঞ্জ সদর থানার সিটি ওয়ার্ড, গোগনগর ইউনিয়ন ও আলীরটেক ইউনিয়ন, বন্দর থানা ও উপজেলা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালয়নায় সভার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান।

সভায় এড. টিপু বলেন, দলীয় মনোয়ন পেতে উড়ে এসে নির্বাচন করবেন এমন করতে দেয়া হবে না। মহানগর বিএনপি খালি ভেঙ্গে যাচ্ছে অনেকে বলেন। আহবায়ক কমিটি দেয়ার পর থেকে ভেঙ্গে যাচ্ছে বলছেন। কোথায় আমরা তো দুই বছর পাড় করে দিলাম। মহানগর বিএনপি কারো হাতে না, খালি ভেঙ্গে দিবেন। বিএনপি বহিস্কৃত ও পদত্যাগকারীদের বিএনপিতে ঠাঁই নাই। তারা আবারো বিএনপি আসার স্বপ্ন দেখে, সেটা তাদের বাস্তবায়ন হবে না।

RSS
Follow by Email