বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
Led05জেলাজুড়েরাজনীতিরূপগঞ্জ

বহিরাগতদের কাঞ্চন এলাকা ত্যাগের নির্দেশ ইসির

লাইভ নারায়ণগঞ্জ: কাঞ্চন পৌরসভা নির্বাচন উপলক্ষে বহিরাগতদের নির্বাচনী এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা নির্বাচন অফিসার ও কাঞ্চন পৌরসভার রিটার্নিং অফিসার এ নির্দেশ দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ জুন ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ভোটার, নির্বাচনী এলাকার লোকজন ব্যতীত বহিরাগতদের প্রবেশ ও অবস্থান করতে পারবে না। যদি কোন বহিরাগত প্রবেশ ও অবস্থান করে তাহলে তাদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্ণিতাবস্থায়, বহিরাগতদের কাঞ্চন পৌরসভা এলাকা ত্যাগ করার জন্য অনুরোধ করা হলো।

RSS
Follow by Email