বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
Led04জেলাজুড়েবন্দররাজনীতি

বন্দর জামায়াতের সাপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উত্তর থানা জামায়াতে ইসলামীর সাপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে বন্দর নবীগঞ্জ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এসময় মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন বলেন, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা ও সারা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব, খাদ্য ঘাটতি পূরণ ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সচেতনতার অভাবে চলছে নির্বিচারে বৃক্ষ নিধন। ফলে জীবন ধারণের নিয়ামক অক্সিজেনের সরবরাহ হ্রাস পাচ্ছে প্রতিনিয়ত এবং সেই সাথে পরিবেশের বিপর্যয় ঘটছে ভয়াবহভাবে। তাই বৃক্ষরোপনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় জাতীয়ভাবে কর্মসূচি গ্রহণ করা এখন সময়ের দাবি।

তিনি আরো বলেন হাদিসে এসেছে, ‘যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে এবং তা থেকে কোনো মানুষ কিংবা পাখি অথবা পশু ভক্ষণ করে, তবে তা উৎপাদনকারীর জন্য সদকা (দান) স্বরূপ গণ্য হবে।’ (বুখারি, মুসলিম) তাই প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মহান রাব্বুল আলামিনের কাছ থেকে উত্তম প্রতিদানের আশায় প্রত্যেককে ব্যাক্তিগতভাবে একটি ফলজ, একটি বনজ এবং একটি ওষুধী গাছ রোপনের জন্য আহবান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্দর উত্তর থানা আমীর- জাকির হোসাইন , বন্দর থানা উত্তর শাখার সেক্রেটারি রফিকুল ইসলাম, উত্তর থানা প্রশিক্ষণ বিষয়ক দায়িত্বশীল মাওলানা আতিকুর রহমান, উত্তর থানা জামায়াতে নেতা জহিরুল ইসলাম, শাহিন আহমেদ, শুভ প্রমূখ।

RSS
Follow by Email