বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led02জেলাজুড়েবন্দররাজনীতি

বন্দর উপজেলা নির্বাচন: প্রচারণা করবে মহানগর আ.লীগ, ভাগ করে নিলেন ইউনিয়ন

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন বন্দর উপজেলা পরিষদের নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে। প্রার্থীদের প্রতীকের লড়াই এখন পুরো উপজেলা জুড়ে। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিএনপির সাবেক নেতাও অংশ নিয়েছেন এই নির্বাচনে। ইতোমধ্যে আওয়ামী লীগের প্রার্থী এম, এ রশিদ এর ‘দোয়াত কলম মার্কা’য় প্রচার প্রচারণা করছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাধীন ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ পৃথকভাবে ভাগ হয়ে,চেয়ারম্যান প্রার্থী এমএ রশিদকে জয়যুক্ত করতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার (২৬ এপ্রিল) গণমাধ্যমকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসন্ন বন্দর উপজেলা পরিষদের নির্বাচনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯-২৭ নং ওয়ার্ড নেতৃবৃন্দ আমাদের প্রার্থী এমএ রশিদ ( দোয়াত কলম প্রতীক) জয়যুক্ত করার লক্ষ্যে জন সংযোগ ও প্রচার করিবেন।

সমগ্র কলাগাছিয়া ইউনিয়নে দায়িত্ব পালন করবেন ১৯,২০ ও ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সমগ্র বন্দর ইউনিয়নে দায়িত্ব পালন করবেন ২২,২৩ ও ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সমগ্র মুছাপুর ইউনিয়নে দায়িত্ব পালন করবেন ২৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সমগ্র ধামগড় ইউনিয়নে দায়িত্ব পালন করবেন ২৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সমগ্র মদনপুর ইউনিয়নে দায়িত্ব পালন করবেন ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

RSS
Follow by Email