বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
বন্দর

বন্দরে ৪৭৩ বোতল ফেনসিডিলসহ ২জন আটক

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর থেকে ৪৭৩ বোতল ফেনসিডিলসহ মনির হোসেন (২৭) ও মো. রবিউল হক (৪৩) নামে দুই যুককে আটক করেছে র‌্যাব। শুক্রবার দিনগত রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর মিডিয়া কর্মকর্তা সনদ বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। তারা দুজনই পেশাদার মাদক কারবারি। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ফেনসিডিল কুমিল্লা থেকে এনে ঢাকাসহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

RSS
Follow by Email