বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
ধর্ম

বন্দরে ২৬ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে: ইউএনও মুহাইমিন

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে শান্তিপূর্ণ পরিবেশে বন্দরে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বন্দর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার এমএ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, বন্দর থানার ওসি তরিকুল ইসলাম , কলাগাছিয়া নৌ পুলিশের ওসি মো. সালেহ আহমেদ পাঠান, নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মনোরঞ্জন দাস একই কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস, আনসার অফিসার আরিফ, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.মাইনুল ইসলাম, বন্দর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আবদুল্লাহ আল মামুন প্রমুখ। সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সহ জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এমএ মুহাইমিন আল জিহান জানান, বন্দরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নয়টি ওয়ার্ডে ১২ টি ও পাঁচটি ইউনিয়নে ১৪ টি, মোট ২৬ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সুন্দরভাবে পূজা উদযাপনের জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

তিনি আরও জানান, এবার পূজাস্থলে মেলা বসানো যাবেনা। চাঁদাবাজি হলে ব্যবস্থা নেওয়া হবে। দশমীর দিন সন্ধ্যা ৭ টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে।

RSS
Follow by Email