বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
Led04জেলাজুড়েবন্দর

বন্দরে ২৪ ঘন্টা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলা নির্বাচন উপলক্ষে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, মঙ্গলবার (৭ মে) দিনগত রাত ১২টা থেকে ৮ মে রাত ১২ টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিন বোটসহ বিভিন্ন প্রকার নৌযান চলাচলে নিষেধ্জ্ঞা আরোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ নিষেধাজ্ঞা রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রুতিদ্বন্দ্বী প্রার্থী/নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিলযোগ্য হবে। সেই সাথে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন: এম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত নৌযান চলচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া প্রধান প্রধান নৌপথে বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরী প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন। সে সাথে ভোটার ও জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে সকল নৌযান চলাচলের ক্ষেত্রে ও দূর পাল্লার নৌযান চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এতদ্ব্যতীত উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উল্লেখিত নিষেধাজ্ঞা আরোপসহ স্থানীয় প্রয়োজনীয়তা ও বাস্তবতার নিরিখে কতিপয় নৌযান চলাচলে জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য প্রয়োজনীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিলের প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহন করবেন।

RSS
Follow by Email