বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led05জেলাজুড়েবন্দরশিক্ষা

বন্দরে হাজী সিরাজউদ্দিন স্কুল কমিটির নির্বাচন সম্পন্ন

লাইভ নারায়ণগঞ্জ: সম্পন্ন হয়েছে বন্দরের হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিদ্যালয়ের প্রঙ্গনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন চলে বিকলে ৪টা পর্যন্ত।

নির্বচনে প্রিজাইর্ড অফিসারের দায়িত্ব ছিলেন বন্দর উপজেলা মাধ্যমকি শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান। এ স্কুলে মোট ভোটার ছিলেন ৬শ’ ৮৭জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৪শ’ ৯৪জন। এর মধ্যে ৪৭টি ভোট নষ্ট হয়।

এ নির্বাচনে ম্যানেজিং কমিটির সদস্য পদে ৫জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন আশু হাজী প্রতীক ১, মো: জাকির হোসেন প্রতীক ২, মো: বসির উদ্দিন প্রতীক ৩, হাজী আব্দুস সামাদ প্রতীক ৪ ও মো: হালিম প্রধান প্রতীক ৫। এসময় জাকির হোসেন ২নং প্রতীকে পেয়েছেন ২২৫ ভোট, হাজী সামাদ ৪নং প্রতীকে পেয়েছেন ২১৪ ভোট, হালিম প্রধান ৫নং প্রতীকে পেয়েছেন ২১২ ও বসির উদ্দিন ৩নং প্রতীকে পেয়েছেন ১৬৩ ভোট।

RSS
Follow by Email