বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
বন্দর

বন্দরে পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে পুকুর থেকে এক অজ্ঞাত নামা বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে মদনগঞ্জ টু মদনপুর সড়কের ফরাজিকান্দাস্থ হান্ডুর ব্রীজের পশ্চিম পাশে একটি পুকুর থেকে ওই মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি লাইভ নারায়ণগঞ্জকে জানান, পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর হবে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা রুজুর প্রস্তুতি চলছে।

RSS
Follow by Email