সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
Led04জেলাজুড়েবন্দর

বন্দরে নিজ বাড়ির ছাদ থেকে মুদি দোকানির লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে এক মুদি দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পুলিশ ওই মরদেহটি উদ্ধার করা হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা।

নিহত মুদি দোকানির নাম আতিকুর রহমান জনি (৪৪)। সে চাঁদপুর জেলার একই থানার নতুন বাজার এলাকার নাসির উদ্দিন খানের ছেলে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশার ফুফাতো ভাই বলে জানা গেছে।

জানাগেছে, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সোয়া ৮টার মধ্যে যে কোন সময়ে, বন্দর থানার নবীগঞ্জ পূর্বপাড়া ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এর অফিসের পাশে ভিকটিমের একতলা বিল্ডিং এর ছাদে ওই মুদি দোকানি অসুস্থ্য হয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার মুন্নি ফারজানা উক্ত তাকে মৃত ঘোষণা করে।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা জানান, নিহত আতিকুর রহমান জনির শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই। তাই আমরা পরিবারের অনুরোধে লাশ হস্তান্তর করে দেই।

RSS
Follow by Email