মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
Led02আদালতজেলাজুড়েবন্দর

বন্দরে নারীকে ধর্ষণের পর হত্যা, ৩ আসামির যাবজ্জীবন

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে এক নারীকে ধর্ষণের পর হত্যার মামলা ৩ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। রবিবার (৩১ মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন বিবির জোরা পূর্বপাড়ার ওমরের ছেলে ফারুক (২৮), লতিফ হাজীর মোরে মুমিনের ছেলে টুকুন (২৮) ও ত্রিবেনীর গিয়াস উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (৩৬)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৭ সালে বন্দরে এক নারীকে ধর্ষণের পর হত্যার মামলায় ৩ আসামি দোষী সাব্যস্ত হয়েছে। তাদের বিজ্ঞ আদালত যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

RSS
Follow by Email