সোমবার, অক্টোবর ১৪, ২০২৪
Led03বন্দর

বন্দরে নদীতে গোসল করতে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে এক স্কুল শিক্ষার্থী মারা গেছে। বুধবার (২২ মে) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকার মন্দিরের কাছে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টা অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। নিহত স্কুল ছাত্র সিহাদ (১৬) ফতুল্লা থানার তালা ফ্যাক্টরী এলাকার শফিউদ্দিন খোকার ছেলে। সে দশম শ্রেণীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চার বন্ধু সাবদী ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। সাঁতার না জানায় সিহাদ তলিয়ে যায়। পরে তার সহপাঠীরা বিষয়টি স্থানীয়দের জানায়। স্থানীয়রা বন্দর ফায়ার সার্ভিসকে অবগত মকরে।

মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কলাগাছিয়া নৌ-ফাঁড়ির পুলিশ।

RSS
Follow by Email