শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
Led03আদালতজেলাজুড়েবন্দর

বন্দরে দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে মারামারি মামলার ৫ বছরের কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী কে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে উল্লেখিত সাজায় ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শনিবার রাতে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চিড়াইপাড়ার নন্দনকানন এলাকায় তামিল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃতর নাম আসলাম (৩২)। সে বন্দরের চিড়াইপাড়া নন্দনকানন এলাকার মৃত সাহাবুদ্দিন মিয়ার ছেলে।

থানা সূত্রে জানাগেছে, কামতাল তদন্ত কেন্দ্রের উপ- পরিদর্শক (এসআই) আল ইসলামসহ সঙ্গীয় ফোর্স শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বন্দর থানা দায়েরকৃত ৪০(৪)১৮ নং মামলার ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী আসলামকে তার বসত ঘর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

RSS
Follow by Email